মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 27, 2024 7:47 AM

printer

ভারতের সংস্কারমুখী অর্থনীতির জনক প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত। বয়স হয়েছিল ৯২ বছর। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস গত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাঁর শোক বার্তায় বলেন  ডঃ সিং এর নেতৃত্ব দলমত নির্বিশেষে প্রশংসা  ও শ্রদ্ধা অর্জন করেছে এবং তাঁর ভুমিকা ভবিষ্যৎ প্রজন্মকেও  অনুপ্রাণিত করবে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ শোক প্রকাশ করে বলেছেন যে ডঃ সিংয়ের নেতৃত্ব, নম্রতা এবং উত্সর্গ সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।

          কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর শোকবার্তায় বলেন, ভারত একজন সৎ দূরদর্শী রাষ্ট্রনায়ক, এবং অতুলনীয়  অর্থনীতিবিদকে হারাল। জাতি গঠনে ডঃ সিং-এর অপরিসীম অবদান ভারতীয় ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে।

          কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার বার্তায় বলেন, ডঃ সিং অপরিসীম প্রজ্ঞা ও সততার সাথে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ডঃ সিং-এর নম্রতা এবং অর্থনীতি সম্পর্কে গভীর উপলব্ধি জাতিকে অনুপ্রাণিত করেছিল।

     পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন।

      প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য মনমোহন সিংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেন তিনি  অনন্য সাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মনমোহন সিংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর  মনমোহন সিংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এক শোক বার্তায় শুভঙ্কর বাবু বলেন ,ডক্টর মনমোহন সিং ছিলেন জ্ঞানের, ঐক্যের ও সেবার এক উচ্চ স্তম্ভ।অর্থনীতিবিদ ,রাজনীতিক হিসেবে তিনি  স্মরণীয় হয়ে থাকবেন।

     দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে সিপিআইএম গভীর শোক প্রকাশ করেছে। সিপিআইএম এর কোঅর্ডিনেটর প্রকাশ কারাত    গভীর শোক প্রকাশ করে বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন, ধর্ম নিরপেক্ষ শক্তির প্রতি দায়বদ্ধ।

     সিপিআইএম এর পলিটব্যুরোর সদস্য ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শোক জ্ঞাপন করে বলেন, আত্মপ্রচারবিমুখ মনমোহন সি়ং অত্যন্ত সরল জীবন যাপন করতেন।

    তাঁর আমলে সারে ভর্তুকি, ১০০ দিনের কাজ চালু, খাদ্য নিরাপত্তার মত জনমুখী কাজ হয়েছিল। শোক জ্ঞাপন করে প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু।

        প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর প্রাক্তন আচার্য ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে পৌষ মেলার বিনোদন মঞ্চের যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে, পৌষমেলা যথারীতি চলবে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন