প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত। বয়স হয়েছিল ৯২ বছর। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস গত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন।
বাড়িতেই তিনি সজ্ঞা হারান। রাত আটটা নাগাদ এইমস-এর জরুরী বিভাগে তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত ন’টা ৫১ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুতে সমস্ত সরকারি কর্মসূচী বাতিল করা হয়েছে। ঘোষিত হয়েছে সাত দিনের রাষ্ট্রীয় শোক। সকাল ১১ টায় কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে বসছে। তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে।
ভারতের সংস্কারমুখী অর্থনীতির জনক মনমোহন সিং দেশের অর্থনীতির আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পি ভি নরসীমা রাওয়ের প্রধানমন্ত্রীত্বের সময় তিনি অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন। ২০০৪ থেকে ২০১৪ এই ১০ বছর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স ইউপি এ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং।
১৯৩২ সালের ২৬ শে সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার গাহতে ডঃ মনমোহন সিংয়ের জন্ম। পিতা গুরুমুখ সিং এবং মা অমৃত কৌর। দেশ ভাগের পরই তাঁরা সপরিবারে অমৃতসর চলে আসেন।
চন্ডীগড় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫২ সালে স্নাতক হন তিনি। ১৯৫৪ সালে স্নাতকোত্তর শেষ করার পর ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ১৯৬২ সালে ডিফিল করেন।