মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 26, 2024 9:37 AM

printer

ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৭৫-তম বছর স্মরণে আজ থেকে শুরু হচ্ছে বছরব্যাপী উদযাপন।

আজ সংবিধান দিবস। সংবিধানের ৭৫ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ সংসদের সেন্ট্রাল হলে উভয় কক্ষের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ বিদেশী অতিথি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সংবিধানের ৭৫, বর্ষপূর্তি গণতন্ত্রের জন্য এক উল্লেখযোগ্য মুহূর্ত বলে মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। 

সংবিধানের পঁচাত্তর বর্ষপূর্তিতে উদযাপনে সাধারণ মানুষের যোগদান বাড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। constitution.75.com নামে একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। সরকার জানিয়েছে, দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শহর এবং গ্রামের বাসিন্দাদের সংবিধানের প্রস্তাবনা পাঠের আয়োজন করা হবে।

১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতের গণপরিষদের সংবিধান গৃহীত হয়েছিল। ১৯৫০ এর ২৬শে জানুয়ারি তা কার্যকর হয়। এই উদযাপনের অঙ্গ হিসেবে স্মারক মুদ্রা, স্টাম্প ও দুটি বই প্রকাশ করা হবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন‌ রিজিজু সংবিধান দিবস উদযাপনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন