ভারতের রিজার্ভ ব্যাঙ্ক RBI, বিদেশী মুদ্রা ভান্ডার পরিচালন ব্যবস্থা MFER-এর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ছমাসের জন্য ৪৩-তম রিপোর্ট প্রকাশ করেছে। গতকাল প্রকাশিত এই রিপোর্টে চলতি বছরের ১৮’ই অক্টোবর পর্যন্ত দেশে বিদেশী মুদ্রার সঞ্চইয়ের পরিমাণ- ৬৮৮ দশমিক ২/৭ বিলিয়ান মার্কিন ডলার। এর মধ্যে ৫৯৮ ডলারের কিছু বেশী বিদেশী মুদ্রার সম্পদ- FCA এবং ৬৭ দশমিক ৪/৪ ডলার মূল্যের সোনা।
উল্লেখ্য, বিদেশী মুদ্রা ভান্ডারের বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে ২০০৪-এর ফেব্রুয়ারী থেকে RBI অর্ধবার্ষিক এই রিপোর্ট পেশ করছে।