ভারতের মানব ঠক্কর, WTT স্টার কন্টেন্ডার টেবিল টেনিস প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। আজ চেন্নাই-এ পুরুষদের সেমিফাইনালে তিনি ফ্রান্সের থিবল্ট পোরেট-এর কাছে ১-৩ হেরে যান।
ফাইনালে আজই পোরেট দক্ষিণ কোরিয়ার ওহ্ জুন সুং-এর মুখোমুখি হবেন।
এই প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে মানব, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন।