মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 29, 2025 12:10 PM

printer

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সফলভাবে জিএসএলভি এফ-15 রকেট উৎক্ষেপণ করেছে।

ইতিহাস সৃষ্টি করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সফলভাবে শততম উৎক্ষেপণ করেছে। সকাল ছ’টা তেইশ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দিয়েছে জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল GSLV F15।

ইসরোর চেয়ারম্যান ভি নারায়নন জানিয়েছেন, সেকেন্ড জেনারেশন এই নেভিগেশন উপগ্রহ এনভিএস জিরো টু-কে জিএসএলভি এফ-15 রকেট কক্ষপথে সফলভাবে স্থাপন করেছে।

উৎক্ষেপণকে চাক্ষুষ করতে ছাত্র-ছাত্রীরা লঞ্চপ্যাডের কাছে উপস্থিত ছিলেন। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন