মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 11, 2024 3:58 PM

printer

ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ দুদিনের সরকারি সফরে নেপালের কাঠমান্ডুতে পৌঁছেছেন।

ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ দু’দিনের সরকারি সফরে নেপালের কাঠমান্ডুতে পৌঁছেছেন। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে, সে দেশের বিদেশ সচিব সেওয়া লামসাল তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। নেপালের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, উভয় দেশের বিদেশ সচিব ভারত নেপাল সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করবেন। এছাড়াও পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সহযোগিতা নিয়েও তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হবে। বিদেশ সচিব মিশ্রি নেপাল সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করবেন বলে জানা গেছে। ভারত তার প্রতিবেশী দেশগুলিকে সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়। তার ভিত্তিতেই নেপালের আমন্ত্রণে ভারতের বিদেশ সচিবের কাঠমান্ডু সফর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন