ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, চার দেশের কোয়াড গোষ্ঠী প্রাতিষ্ঠানিক সহযোগিতার পুরনো ধারণা বদলে দিয়েছে। আজ নতুন দিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন , কোয়াড গোষ্ঠী একটি চুক্তিভিত্তিক সংগঠন না হলেও , ভারত – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জোট হয়ে উঠেছে। তিনি বলেন , ভারত বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দায়িত্বশীল এক রাষ্ট্র হিসেবে উঠে এসেছে । তিনি বলেন, বর্তমানে ভারতের মতো সমস্যা বিশ্বের অন্যান্য কয়েকটি দেশেও রয়েছে । বিশ্ব পরিস্থিতি বর্তমানে এমন এক জায়গায় পৌঁছেছে যে , যেকোন গুরুত্বপূর্ণ ইস্যু একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না । রাষ্ট্রসংঘ প্রসঙ্গে তিনি বলেন , এই সংস্থা তার কাজ চালিয়ে যাবে । তবে রাষ্ট্রসঙ্ঘের এক্তিয়ারের বাইরেও সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত হতে পারে। তিনি ভবিষ্যতের বিশ্বপরিস্থিতি নিয়ন্ত্রণ কৃত্রিম মেধা মত প্রযুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে সারা বিশ্বের প্রায় দেড়শ জন জাতীয় ও আন্তর্জাতিক গবেষক ও নীতি নির্ধারকরা যোগ দিয়েছেন।
Site Admin | October 6, 2024 9:25 PM