মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2024 9:09 PM

printer

ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট Rhumi-1 চেন্নাই থেকে মার্টিন গ্রুপের সহযোগিতায় স্পেস জোন ইন্ডিয়া উৎক্ষেপণ করে

ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট Rhumi-1 চেন্নাই থেকে মার্টিন গ্রুপের সহযোগিতায় স্পেস জোন ইন্ডিয়া উৎক্ষেপণ করে। রকেটটি ৫0টি পিকো এবং তিনটি কিউব কৃত্রিম উপগ্রহ বহন করে। মোবাইল ট্রাজেক্টোরি প্রযুক্তির সাহায্যে এটি  উৎক্ষেপণ করা হয়। সশব্দে রকেটটি প্রায় ৩৫ কিলোমিটার উচ্চতায় উঠে।  কয়েক সেকেন্ডের মধ্যে বেশ কয়েকটি পরীক্ষা চালানোর পরে সেটি আবার-ও ফিরে আসে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন