ভারতের পরিবেশ দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং, কলম্বিয়াতে কনফারেন্স অব পার্টিস সিওপি সিক্সিটিনের গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের ন্যাশনাল বায়োডাইভারসিটি স্ট্র্যাটিজি অ্যান্ড একশন প্ল্যান এনবিএসএপি-র নবতম ভাবনার সূচনা করেন। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি ভারত সরকারের এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের জীববৈচিত্র রক্ষায় আধুনিক উদ্যোগের উল্লেখ করেছেন। তিনি বলেন গোটা বিশ্বই এখন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। ভারতের সাধারণ মানুষ এবং সরকার সামগ্রীকভাবে বাস্তুতন্ত্র রক্ষার মাধ্যমেই জীব বৈচিত্র রক্ষায় উদ্যোগী হয়েছে। তিনি আরও বলেন ভারত তার উন্নত প্রক্রিয়ার সাহায্যে উপকূলবর্তী অঞ্চলে বাস্তুতন্ত্র সংরক্ষণে চেষ্টা চালাচ্ছে।
এছাড়াও জলাভূমি সংরক্ষণ এবং স্থিতিশীল উন্নয়নকে সামনে রেখেই ভারত সরকার ২০৩০ সালের মধ্যে জীব বৈচিত্র্য সংরক্ষণের এক রূপরেখা নির্মাণ করতে বদ্ধপরিকর। হারিয়ে যাওয়া বাস্তুত্বন্ত্র ও জলাভূমির হদিশ পেতে উদ্যোগী হয়েছে। এই ব্যাপারে ভারত সরকার গত মাসের ৩০ তারিখে একটি তথ্যও প্রকাশ করে।