মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 23, 2025 10:16 PM

printer

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ নির্বাচন পরিচালন সংস্থাগুলিকে সাইবার নিরাপত্তা বিঘ্নিত করা, এবং ভুল তথ্য ছড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত কৌশল অবলম্বন করতে বলেছেন।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ নির্বাচন পরিচালন সংস্থাগুলিকে সাইবার নিরাপত্তা বিঘ্নিত করা, এবং ভুল তথ্য ছড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত কৌশল অবলম্বন করতে বলেছেন। দিল্লিতে নির্বাচন কমিশন আয়োজিত দু দিনের আলোচনা সভার উদ্বোধনী ভাষণে তিনি বলেন, স্বচ্ছতা ও ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগাতে হবে।প্রযুক্তি যেমন একদিকে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে, তেমনই আরেকদিকে সাইবার নিরাপত্তা বিঘ্নিত করা ও ভুল তথ্য ছড়ানো রুখতেও কাজে লাগে। ভূয়ো খবর, রটনার কথা উল্লেখ করে তিনি বলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে এ ধরনের অপকর্ম করা হয়।

শ্রী কুমার এদিন এআই নির্ভর ব্যবস্থা, অনলাইন ও দূর সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে ভোটদান, বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় সুনিশ্চিত করা এবং বৈশ্বিক সহযোগিতার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন। 

এই সম্মেলনে ১৩ টি দেশের নির্বাচন পরিচালন সংস্থার প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এর মধ্যে আছে ভুটান, জর্জিয়া, নামিবিয়া, উজবেকিস্থান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, আয়ারল্যান্ড, মরিশাস,ফিলিপিন্স, রুশ ফেডারেশন, টিউনিশিয়া এবং নেপালের প্রতিনিধিরা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন