ভারতের খাদ্য নিরাপত্তা এবং মানক কর্তৃপক্ষ FSSAI ব্রাজিলের কৃষি এবং গবাদি পশু মন্ত্রকের সঙ্গে খাদ্য নিরাপত্তা বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর করেছে। গতকাল ব্রাজিলের কৃষি এবং গবাদি পশু দপ্তরের মন্ত্রী ব্রাজিল কার্লোস হেনরিক বাকোয়েটা ফাভারো এবং FSSAI এর মুখ্যকার্যনির্বাহী আধিকারিক জি কমলা বর্ধনরাও এই চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় দেশের যৌথ প্রকল্প এবং টেকনিক্যাল সহযোগিতার মাধ্যমে খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক সহযোগিতার উদ্যোগের প্রতিফলন ঘটেছে এই সমঝোতার মধ্যে । ব্রাজিল ছাড়াও ভুটানের খাদ্য এবং ওষুধ কর্তৃপক্ষের সঙ্গে FSSAI গতকাল এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়। বিশ্বের খাদ্য নিয়ন্ত্রক সংস্থাগুলির শীর্ষ বৈঠকের ফাঁকে আয়োজিত এই বৈঠকে ভারত ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির রূপায়ণের বিষয়ে আলোচনা হয়েছে। এবছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফরকালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।
Site Admin | September 22, 2024 4:22 PM