ভারতের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ- APEDA, জানিয়েছে, ঐতিহ্যশালী হালকা ভারতীয় পানীয় “ইন্ডিয়ান গলি সোডা” পুনরায় বাজারে “গলি পপ সোডা” নামে আত্মপ্রকাশ করতে চলেছে। এই মর্মে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে একে নতুন ভাবে নিয়ে আসার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও উপসাগরীয় দেশগুলিতে এই পণ্যটির চাহিদায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
Site Admin | March 23, 2025 7:12 PM
ভারতের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ- APEDA, জানিয়েছে, ঐতিহ্যশালী হালকা ভারতীয় পানীয় “ইন্ডিয়ান গলি সোডা” পুনরায় বাজারে “গলি পপ সোডা” নামে আত্মপ্রকাশ করতে চলেছে।
