মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 22, 2025 10:37 AM

printer

ভারতের আবহাওয়া দপ্তর IMD, পূর্ব ভারতের বিভিন্ন অংশে আগামীকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর IMD, পূর্ব ভারতের বিভিন্ন অংশে আগামীকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে। কিছু জায়গায় শিলা বৃষ্টি ও হতে পারে।

IMD সূত্রে আরও জানা গেছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন জায়গায় এই ঝড় বৃষ্টি হতে পারে।

এ ছাড়া সোমবার ২৪ শে ফেব্রুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমই ঝঞ্ঝার ও পূর্বাভাষ দিয়েছে IMD।

এর ফলে জম্মু কাশ্মীর – লাদাখ- গিলগিট – বালতিস্তান – মুজ্জফরাবাদ ও হিমাচল প্রদেশে,   মঙ্গলবার থেকে ২ দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাষ দেওয়া হয়েছে।

উত্তর পশ্চিমের রাজ্য গুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তন হবে।

হিমাচল প্রদেশের বিক্ষিপ্ত অঞ্চলে  আজ পর্যন্ত  এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে সোমবার অব্দি  ভোর ও রাতের দিকে ঘন কুয়াশা  ও থাকবে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন