ভারতের আবহাওয়া দপ্তর IMD, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, কেরালা, লাদাখ, গিলগিট ও মুজাফ্ফরাবাদে আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া উত্তরাখণ্ডেও আগামীকাল ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে অবশ্য আপতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। গুজরাট, তামিলনাড়ু, পুডুচেরি, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ও রায়ালসীমায় আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। উত্তর পশ্চিম ভারতের সমতলে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে।
Site Admin | March 25, 2025 8:17 AM
ভারতের আবহাওয়া দপ্তর IMD, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, কেরালা, লাদাখ, গিলগিট ও মুজাফ্ফরাবাদে আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
