মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2024 5:54 PM

printer

ভারতের আবহাওয়া বিভাগ আগামীকাল পর্যন্ত ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্য প্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ আগামীকাল পর্যন্ত ছত্তিশগড়ওড়িশাপশ্চিম রাজস্থানপূর্ব মধ্য প্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আগামী দুই দিনের মধ্যে মিজোরামত্রিপুরাগুজরাটগোয়া এবং মধ্য মহারাষ্ট্রেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  এ ছাড়াও হিমাচল প্রদেশউত্তরাখণ্ডপূর্ব রাজস্থানজম্মুকাশ্মীরলাদাখগিলগিটপাঞ্জাবউত্তরপ্রদেশহরিয়ানাদিল্লি এবং পশ্চিম রাজস্থানে সপ্তাহজুড়ে থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন