ভারতের আবহাওয়া দপ্তর আগামী তিনদিন মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এবং গোয়ায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আরেকটি নিম্নচাপ এলাকা বাংলাদেশ ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে আগামী দুই দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবার সম্ভাবনা আছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডেও আগামী দুই দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে আজও সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের বঙ্গোপসাগর ও আরব সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Site Admin | August 26, 2024 11:30 AM