ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) আগামী ৬ দিন পূর্ব ও মধ্য ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আইএমডি জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত ছত্তিশগড়, মধ্য প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
এছাড়াও আগামী দু’দিন কেরল, তামিলনাড়ু এবং কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।