ভারতের অতনু দাস সুইজারল্যান্ডের লুসানে, সুইস ওপেন ইনডোর তীরন্দাজিতে ব্রোঞ্জ পদক পেয়েছেন। অলিম্পিকে অংশগ্রহণকারী অতনু দাস পুরুষদের রিকার্ভ ম্যাচে সুইজারল্যান্ডের থমাস রাফেরকে 6-4 এ পরাজিত করে ব্রোঞ্জ পান। এর আগে সেমিফাইনালে অতনু, ফ্রান্সের রোমেইন ফিশেটের কাছে 4-6 এ হেরে যাওয়ায় তার রৌপ্য পদক অধরা থেকে যায়। এই প্রতিযোগিতায় সোনা জিতেছেন ইতালির আলাসান্দ্রো পাওলি।
উল্লেখ্য ২০২৫ এর ইনডোর তীরন্দাজির ওয়ার্ল্ড সিরিজ শুরু হয়েছে গত শুক্রবার ৩১ টি দেশের ৩০০ প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। আগামী বছর মার্চ মাসে এই প্রতিযোগিতার প্রথম পর্যায়ে শেষ হবে।