মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 28, 2025 9:22 AM

printer

ভারতীয় রেল, ২৩ হাজার কিলোমিটার রেল পথের আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ করে এক নতুন মাইলফলক অতিক্রম করেছে।

ভারতীয় রেল, ২৩ হাজার কিলোমিটার রেল পথের আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ করে এক নতুন মাইলফলক অতিক্রম করেছে। এই রেল লাইনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারে। এছাড়াও ঘন্টায় ১১০ কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচলের জন্য আরও ৫৪ হাজার কিলোমিটার রেলপথেরও আধুনিকীকরণ করা হয়েছে।

রেল সূত্রে জানা গেছে, এইভাবে ধাপে ধাপে পরিষেবা উন্নত করার ফলে দেশের বিভিন্ন অংশের মধ্যে নিরবচ্ছিন্নভাবে সংযোগ রক্ষা করা সম্ভব হবে, রেলের কার্যকারিতাও বাড়বে।

রেল পরিকাঠামোর আধুনিকীকরণের অঙ্গ হিসাবে দ্রুত গতিতে ট্রেন চলাচলের জন্য রেলপথ আরও শক্তিশালী করা, অত্যাধুনিক সিগনালিং ব্যবস্থা রূপায়ণ এবং নিরাপত্তা রক্ষায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে পাঁচিল বা বেড়া দেওয়ার কাজ হাতে নেওয়া হয়েছে। এই সমস্ত ব্যবস্থা গ্রহণের ফলে চলতি আর্থিক বছরে এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে রেলের আয় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানা গেছে।

পুল   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন