মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 27, 2024 9:44 PM

printer

ভারতীয় রেলওয়ে মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের সহযোগিতায় অসহায় শিশুদের সুরক্ষার জন্য একটি সংশোধিত স্ট্যান্ডার অপারেটিং প্রসিডিওর SOP চালু করেছে।

ভারতীয় রেলওয়ে মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের সহযোগিতায় অসহায় শিশুদের সুরক্ষার জন্য একটি সংশোধিত স্ট্যান্ডার অপারেটিং প্রসিডিওর SOP চালু করেছে। এই SOP-তে শিশুদের সুরক্ষার জন্য একটা জোরদার নিরাপত্তা কাঠামোর রূপরেখার বর্ণনা করা হয়েছে। পরিবার থেকে বিচ্ছিন্ন এবং ঝুঁকির সম্মুখীন এমন শিশুদের শোষণ ও বঞ্চনার এবং পাচার রুখতে ভারতীয় রেলের অঙ্গীকার এতে উঠে এসেছে। এতে সারা দেশে ২৬২-টি রেল স্টেশনে মানব পাচার বিরোধী ইউনিট গড়ে তোলা হবে। যেসব মহিলা ট্রেনে একা সফর করেন, তাদের সুরক্ষার জন্য রেলওয়ে মেরি সহেলী নামে একটি অভিযানও চালাচ্ছে। রেল সুরক্ষা বাহিনী আর পি এফ, রেল চত্ত্বরে মানুষ পাচার রুখতে সক্রিয় ভূমিকা নিচ্ছে। গত ৫ বছরে আর পি এফ ৫৭ হাজারেরও বেশি শিশুকে পাচার থেকে রক্ষা করেছে। এর মধ্যে ১৮ হাজারেরও বেশি মেয়ে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন