ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আর বি আই নির্দেশিকা মেনে না চলায় সিটি ব্যাঙ্ককে ৩৯ লক্ষ টাকা জরিমানা করেছে। ঋণ প্রদানকারী সংস্হাগুলিকে ঋণদান সংক্রান্ত তথ্য ও পরিকাঠামো বিষয়ক কিছু নির্দেশিকা পালন না করার কারণেই এই জরিমানা। এছাড়াও শীর্ষ ব্যাঙ্ক গতকাল আশীর্ব্বাদ ক্ষুদ্র বিত্ত নিগমকেও ৬ লক্ষ ২০ হাজার টাকার জরিমানা করেছে। ঋণদান সংক্রান্ত তথ্য সরবরাহকারী সংস্থাগুলিকে বিভিন্ন ঋণ গ্রহীতার পারিবারিক আয়ের বিস্তারিত তথ্য জানাতে ব্যর্থ হয়েছে বলে আশীর্ব্বাদ সংস্থার বিরুদ্ধে অভিযোগ। এছাড়া সোনার বিনিময়ে ঋণ নিয়েছেন, এমন গ্রাহকদের সম্পর্কেও তারা পুরোপুরি তথ্য দিতে পারেননি।
অন্যদিকে, জে এম ফাইনানসিয়াল হোম লোন সংস্থাকেও আর বি আই ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা দিতে বলেছে। এদের বিরুদ্ধে অভিযোগ ঋণ গ্রহীতাদের, সুদের বিভিন্ন হার সম্পর্কে অবহিত ও তার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে সঠিক তথ্য দিতে এরা ব্যর্থ হয়েছে।
আর বি আই স্পষ্টভাবে জানিয়েছে, নিয়মিত লেনদেনের সংক্রান্ত অভাব-অভিযোগের প্রেক্ষিতেই এই সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হলো। তবে, এর জন্য তাদের কোনরকম লেনদেনের বৈধতা ও চুক্তির শর্ত ক্ষুণ্ণ হবে না।