ভারতীয় মৌসম বিভাগ IMD, জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম রাজস্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অসম, মেঘালয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম ও বিহারে ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে ৩০ জুন পর্যন্ত ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে কেরলে ভারী বর্ষণ অব্যাহত। রাজ্যের ২টি জেলায় আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে, অন্যদিকে হলুদ সতর্কতা জারি রয়েছে ৭ জেলায়। প্রবল বর্ষণে বিভিন্ন স্থানে ভূমিধ্বস, ও জমা জলে স্বাভাবিক জীবন বিপর্যস্ত। নদীগুলিতে বেড়েছে জলস্তর। মৎস্যজীবীদের কেরল ও লাক্ষাদ্বীপ উপকূলে মাছ ধরতে না যাবার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশায় আগামী তিন দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ গজপতি, রায়গড়, নবরঙ্গপুর, কালাহান্ডি, বলাঙ্গির, নুয়াপাড়া, মালকানগিরি এবং কোরাপুট জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ বারগড় ও বালাঙ্গির জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।