মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 16, 2024 11:03 AM

printer

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা- ইসরো, আজ একটি ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ- EOS-08 উৎক্ষেপণ করেছে। 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা- ইসরো, আজ একটি ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ- EOS-08 উৎক্ষেপণ করেছে।  শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে SSLV এই উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয়। এইজন্য রাত ২’টো ৪৭ মিনিটে শুরু হয় কাউন্ট-ডাউন প্রক্রিয়া। ‘স্মল স্যাটেলাইট লঞ্চ ভেইকেল’- SSLV-র মাধ্যমে এটি হবে তৃতীয় তথা চূড়ান্ত উৎক্ষেপণ। এরপর এই রকেটটি পূর্ণ মাত্রায় অপারেশনাল মোডে চলে আসবে। PSLV-র তুলনায় SSLV রকেট অনেক ছোট আকারের, মাত্র ৩৪ মিটার লম্বা। PSLV-র দৈর্ঘ্য মাত্র ৪৪ মিটার।

পৃথিবীর কাছাকাছি কক্ষপথে মিনি, মাইক্রো ও ন্যানো স্যাটেলাইট স্থাপনের জন্য SSLV রকেট ব্যবহার করা হয়। EOS-08 উপগ্রহের ওজন ১৭৫ দশমিক পাঁচ কেজি। SSLV যানের মূল বৈশিষ্ট্য হল, কম খরচে এই যান মহাকাশে পাড়ি দিতে পারে। সময়’ও লাগে কম। একাধিক স্যাটেলাইট এতে পাঠানো যায়। উৎক্ষেপণের পরিকাঠামো’ও হয় ন্যূনতম। PSLV মিশনে যা  খরচ হয়, তার চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ খরচ কমপড়ে SSLV-তে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন