ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো আজ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল ৪টে ৮ মিনিটে PSLV – C59/ Proba 3 মিশনের উতক্ষেপন করবে। ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রোবা থ্রী উপগ্রহগুলিকে উপবৃত্তাকার কক্ষে স্থাপন করবে PSLV C 59। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড নামক ইসরোর নতুন বানিজ্যিক শাখা, ইউরোপীয় মহাকাশ সংস্থার কাছ থেকে এই কাজের বরাত পেয়েছে। কক্ষপথে পৌঁছানোর পর প্রোবা থ্রী দু ভাগে ভাগ হয়ে যাবে। সূর্যের করোনা এবং এর পারিপার্শ্বিক পরিবেশ, মহাকাশের আবহাওয়া এবং সৌর ঝড়ের বিষয়ে গবেষনা চালাবে এই স্যাটেলাইট। ইসরোর বিজ্ঞানীরা ১৪৪ মিটার দীর্ঘ এবং ৩ হাজার ৫শো ৫০ কেজি ওজনের প্রোবা থ্রী-র স্বাস্থ্যপরীক্ষা ও জ্বালানী ভরার কাজ পর্যালোচনা করছেন।
Site Admin | December 4, 2024 4:24 PM