ভারতীয় নৌ সেনার অত্যাধুনিক হাইড্রগ্রাফিক জলযান আইএনএস নির্দেশক আজ বিশাখাপত্তনমে নৌসেনার অন্তর্ভুক্ত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ বলেন, ভারতীয় নৌসেনা তাদের আত্মনির্ভর ভারত উদ্যোগের অঙ্গ হিসাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেরা নিরীক্ষণ জলযান তৈরি করেছে। এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিরক্ষা শিল্পের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, নৌবাহিনীর নিরীক্ষণ জলযান প্রকল্পের দ্বিতীয় জাহাজ আইএনএস নির্দেশক হাইড্রগ্রাফিক সমীক্ষা চালাতে সক্ষম। নৌ অভিযানের ক্ষেত্রে এটি সহায়ক হবে।