ভারতীয় কুস্তিগীর সুনীল কুমার জর্ডনের আম্মানে অনুষ্ঠিত এশীয় কুস্তি চ্যাম্পিয়ানশিপে ৮৭ কেজি গ্রিকো রোমানে ক্যাটেগরিতে ব্রোঞ্জ পদক জিতেছেন। সুনীল ব্রোঞ্জ পদক জেতার লড়াইয়ে চীনের জিয়াসিং হোয়াংকে পরাজিত করেন।
এদিকে, ইরনের ইয়াজি় এই বিভাগে ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে তিনি সুনীলকে ৩/১ ব্যবধানে পরাজিত করেন।