দেশে মৌসুমী অক্ষরেখা, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD, আজ উত্তরাখণ্ডে অত্যাধিক ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।
দপ্তর সূত্রে খবর, স্বাভাবিক সময়ের ৬’দিন আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গোটা দেশে ছড়িয়ে গেছে। এর ফলে, সারা দেশেই ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পরবর্তী চারদিন প্রবল বৃষ্টির সতর্কতা থাকছে।