ভারতীয় আবহাওয়া দপ্তর আই এম ডি,পশ্চিমবঙ্গ ও সিকিমে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। উঁচু এলাকায় ভারী তুষারপাত হতে পারে। গোটা এলাকায় বরফ জমে থাকার কারণে ছাঙ্গু লেক থেকে নাথুলা পাস এবং বাবা মন্দির যাবার রাস্তা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। যার ফলে সময়সায় পড়েছেন পর্যটন এবং স্থানীয় বাসিন্দারা। তবে তিন মাইল থেকে ছাঙ্গু লেক যাওয়ার রাস্তা খোলা আছে। যাত্রীদের চরম সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে প্রশাসন। আগামী কয়েকদিন তুষারপাত হতে পারে এই সম্ভবনায় যাত্রা শুরুর আগে আবহাওয়ার পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। সীমান্ত সড়ক সংগঠন বি আর ও, বরফ সরিয়ে রাস্তা পরিস্কারের কাজ চালাচ্ছে।
অরুণাচলপ্রদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম রাজস্থান, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
জম্মুকাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পূর্ব রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং অরুণাচল প্রদেশেও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে।