মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 21, 2024 10:45 AM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর আই এম ডি জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে পরবর্তী ৫ দিন প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারী করেছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর আই এম ডি জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে পরবর্তী ৫ দিন প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারী করেছে। পাঞ্জাব ও রাজস্থানেও এই পরিস্থিতি সোমবার পর্যন্ত বজায় থাকবে। হিমাচল, পূর্ব রাজস্থান এবং ঝাড়খন্ডের বিক্ষিপ্ত কিছু এলাকায় গভীর রাত এবং খুব ভোরের দিকে আবহাওয়া দপ্তর ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে।
একই সঙ্গে দিল্লী সহ জাতীয় রাজধানী এলাকায় আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আজ সকালেও সামান্য কুয়াশা ছিল। তবে মধ্য ভারতে আগামী চার দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে তিন ডিগ্রী বাড়তে পারে।
এদিকে, কলকাতা সহ রাজ্যের ১০ জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতইমধ্যেই বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে।
কলকাতা ছাড়াও, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হাল্কা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারে।
উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং-এও তুষারপাত হতে পারে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন