ভারতীয় আবহাওয়া দপ্তর, আই এম ডি জানিয়েছে, আরব সাগরের ওপর সৃষ্ট নিম্নচাপ অঞ্চল থেকে তৈরী হওয়া ঘূর্ণিঝড় আসনা, পরবর্তী ২৪ ঘন্টায় ক্রমে উত্তর পূর্ব আরব সাগরের পশ্চিম – উত্তর পশ্চিম দিকে সরে ভারতীয় উপকূল থেকে দূরে যেতে পারে। এর ফলে গুজরাতে কচ্ছের বিভিন্ন এলাকায় গতকাল প্রবল বৃষ্টি হয়।
এদিকে, আই এম ডি, আগামী দু দিন, ওড়িশা, অন্ধ্র উপকূল, ছত্তিশগড়, বিদর্ভ এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টি হবে। গুজরাতেও একই পরিস্থিতি বজায় থাকবে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারত , হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী ৬ দিন বৃষ্টি হবে মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। সপ্তাহব্যাপী হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জাতীয় রাজধানী অঞ্চল, হরিয়ানা, পাঞ্জাব এবং পশ্চিম রাজস্থানে।