ভারতীয় আবহাওয়া দপ্তর আই এম ডি, আজ সমগ্র পশ্চিম উপকূল এবং গুজরাত অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অতিভারী বৃষ্টি হবে গোয়া, কঙ্কন, মধ্য মহারাষ্ট্র,গুজরাত, সৌরাষ্ট্র, কচ্ছ এবং কর্ণাটক উপকূলে। এই অঞ্চলগুলির জন্য লাল এবং কেরালায় আজ বৃষ্টির কমলা সতর্কতাও জারী করেছে আবহাওয়া দপ্তর।
এছাড়াও আগামী চারদিন তেলেঙ্গানা, অন্ধ্র উপকূল, ইয়ানাম, ছত্তিশগড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আকাশবানীর সঙ্গে কথাবার্তায় আই এম ডির বরিষ্ঠ বিজ্ঞানী আর কে জেনামনি জানিয়েছেন, ওড়িশা উপকূলের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে। যার প্রভাবেই দেশের পশ্চিমাংশে মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়ে উঠেছে।