ভারতীয় আবহাওয়া দপ্তর আই এম ডি, আজ উত্তরাখন্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে ঐ তিন রাজ্যের অন্যান্য এলাকায়। হরিয়ানা ও দিল্লীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দিল্লীতে আজ সকালের বৃষতির ফলে ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে মানুষ খানিকটা স্বস্তি পেয়েছেন। আই এম ডির বরিষ্ঠ বিজ্ঞানী সোমা সেন রায় আকাশবানীকে জানিয়েছেন, আগামী চার পাঁচ দিন, কোঙ্কন ও গোয়ার কিছু অংশ, মহারাষ্ট্র, গুজরাত, কর্ণাটক উপকূল এবং কেরালায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মুম্বাই, পালঘর এবং থানেতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারী করা হয়েছে।