মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2024 11:08 AM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর-  আই এম ডি, দেশের গুজরাট অঞ্চল, পশ্চিম মধ্যপ্রদেশ, ত্রিপুরা এবং মিজোরামে বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর-  আই এম ডি, দেশের গুজরাট অঞ্চল, পশ্চিম মধ্যপ্রদেশ, ত্রিপুরা এবং মিজোরামে বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ঝাড়খন্ড, ওড়িসা, মেঘালয় এবং পূর্ব রাজস্থানেও চলবে অতিভারী বৃষ্টি। সারা সপ্তাহ ভারী বৃষ্টি হতে পারে উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম ও বিহারে।

 এদিকে   উত্তর বঙ্গপোসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘনীভূত নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের  প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে রাজস্থানের বিকানির থেকে উত্তর পূর্ব বঙ্গপোসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখাও সক্রিয়  থাকায়  উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার ২৬ শে আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দুই বর্ধমানে আজ ভারি থেকে অতিভারি বৃষ্টির কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ভারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদাতেও জারি রয়েছে ভারি বৃষ্টির হলুদ সতর্কতা।

পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে ঘন্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মত্স্যজীবীদের আগামীকাল পর্যন্ত সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।    

কলকাতায় ভারি বৃষ্টির সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ভোর সাড়ে ৬’টা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ৩৪ মিলিমিটার।  বৃষ্টির জন্য তাপমাত্রাও বেশ কিছুটা কমেছে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন