মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 14, 2025 9:45 AM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) আজ জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফ্ফরাবাদ এবং অরুণাচল প্রদেশের বিক্ষিপ্ত কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। 

ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) আজ জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফ্ফরাবাদ এবং অরুণাচল প্রদেশের বিক্ষিপ্ত কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। 

পাঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার কিছু স্থানেও দিনভর বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। আজ সৌরাষ্ট্র, কচ্ছ, বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং ওড়িশায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর । আইএমডি জানিয়েছে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার কিছু জায়গায় আজ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের চার জেলায় আগামী দুদিন, তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশী থাকতে পারে। উত্তরবঙ্গে’ও তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮’ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার দশমিক দুই ডিগ্রি বেশী। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন