ভারতীয় সেনাবাহিনী T-90 ভীষ্ম ট্যাঙ্ক-টি পরিমার্জনের পর ব্যবহার করা শুরু করেছে। এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশ আরো স্বনির্ভর হয়ে উঠবে। T-90 ভীষ্ম, ২০০৩ সাল থেকে সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাংক হিসেবে পরিচিত। এই ট্যাঙ্ক আক্রমণাত্মকভাবে আঘাত হানার পাশাপাশি গতি এবং সুরক্ষার জন্য পরিচিত। সেনাবাহিনীর প্রতিনিয়ত পরিবর্তনের দশক হিসাবে বর্তমান সময়কাল চিহ্নিত হয়েছ। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভীষ্ম ট্যাঙ্কের বাহিনীতে পুনরায় অন্তরভুক্তির অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন।
Site Admin | October 11, 2024 1:43 PM