ভারতীয় সেনাবাহিনীর বরুণ তোমর পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে জাতীয় শুটিং চ্যাম্পিয়ন হয়েছেন। ৬৭ তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় নতুন দিল্লীর ডঃ করণি সিং শুটিং রেঞ্জে ঐ ইভেন্টে বরুণের সতীর্থ প্রদ্যুম্ন সিং রূপো এবং রাজস্থানের আকাশ ভরদ্বাজ ব্রোঞ্জ পদক পেয়েছেন।
বরুণ তোমার পুরুষদের জুনিয়র ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টেও সোনা জিতেছেন। রৌপ্য পদক পেয়েছেন উত্তরপ্রদেশের নিখিল, প্রদ্যুম্ন সিং ব্রোঞ্জ পদক পেয়েছেন।
পুরুষদের যুব ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে উত্তরপ্রদেশের চিরাগ শর্মা সোনা, সতীর্থ দেব প্রতাপ রূপো এবং রাজস্থানের মায়াঙ্ক চৌধুরী ব্রোঞ্জ পেয়েছেন।