মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 14, 2025 11:12 AM

printer

ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে জাতি তাঁকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাচ্ছে

ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে জাতি তাঁকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাচ্ছে। এই উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, সহ বিশিষ্ট ব্যক্তিরা আজ সকালে সংসদ ভবন চত্বরে প্রেরণা স্থলে বাবাসাহেবের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।    

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন,  বাবাসাহেব তাঁর জীবনে চরম অসুবিধার সম্মুখীন হয়েও নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেন,  যা সকলের জন্য অনুপ্রেরণাদায়ক।  প্রধানমন্ত্রী  এক বার্তায় বলেছেন, ডঃ আম্বেদকরের আদর্শে  অনুপ্রাণিত হয়ে  আজ দেশ সামাজিক ন্যায়বিচারের বাস্তবায়নে ব্রতী হয়েছে। তাঁর নীতি ও আদর্শ একটি আত্মনির্ভরশীল ও উন্নত ভারত গঠনে শক্তি যোগাবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন