ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডক্টর বি আর আম্বেদকরের ৬৯ তম মৃত্যুবার্ষিকী আজ “মহাপরিনির্বাণ দিবস” হিসেবে পালিত হচ্ছে। বাবাসাহেব আম্বেদকরের শিক্ষা,ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতি দায়বদ্ধতাকে আজ দেশজুড়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশার ভুবনেশ্বরে বাবাসাহেবের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস সহ একাধিক পদস্থ আধিকারিক এই অনুষ্ঠানে পুষ্পার্ঘ্য নিবেদন করে আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানান।
অপরদিকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা,প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রমূখ আজ সংসদ চত্বরের প্রেরণা স্থলে,বাবাসাহেবের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,বাবাসাহেবকে সামাজিক ন্যায় বিচারের পথিকৃত বলে উল্লেখ করেন। মানুষের সম্মান ও মর্যাদা রক্ষায় তাঁর অক্লান্ত পরিশ্রম দেশের প্রতিটি প্রজন্ম স্মরণ করে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।