ভারতীয় রেল চলতি উৎসবের মরশুমে বেশ কিছু বিশেষ ট্রেন চালাচ্ছে দিল্লি জাতীয় রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে আজ কুড়িটি ফেস্টিভাল স্পেশাল ট্রেন চালানো হবে। এই বিশেষ ট্রেনগুলির গন্তব্য হবে দারভাঙ্গা ,রাঁচি ,পাটনা ,কাটরা, মোজাফফরপুর ,বালিয়া, কামাখ্যা এবং আজমগড়।
উৎসব মরশুমে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে দক্ষিণ পূর্ব রেল আগামীকাল বিভিন্ন স্থানে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে আজ শালিমার-পুরী স্পেশাল রাত ৯টা ৫৫মিনিটে শালিমার থেকে, সাঁতরাগাছি-দীঘা স্পেশাল সকাল ৮ টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে, দীঘা-সাঁতরাগাছি স্পেশাল দীঘা থেকে দুপুর ১ টা ১০ মিনিটে এবং সাঁতরাগাছি-সেকেন্দ্রাবাদ, সাঁতরাগাছি থেকে দুপুর ১২ টা ২০ মিনিটে ছাড়বে।
এছাড়া রাঁচি – পূর্ণিয়া কোর্ট স্পেশাল রাঁচি থেকে সন্ধ্যা ৬ টায় ছাড়বে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর।
এদিকে, উত্তর পূর্ব সীমান্ত রেলও কয়েকটি উত্সব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। নিউ জলপাইগুড়ি-লুধিয়ানা উত্সব স্পেশাল এক্সপ্রেস আগামীকাল সকাল ১০ টায় নিউজলপাইগুড়ি থেকে রওনা দেবে।
ছট পুজোর ভক্তদের জন্য দু’টি ডেমু স্পেশাল ট্রেন কাটিহার ও মণিহারির মধ্যে চালানো হবে।