মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 5, 2025 11:45 AM

printer

ভারতীয় রেল আসন্ন মহাকুম্ভ মেলা চলাকালীন তীর্থযাত্রীদের জন্য ১৩,০০০ ট্রেন চালাবে

ভারতীয় রেল আসন্ন মহাকুম্ভ মেলা চলাকালীন তীর্থযাত্রীদের জন্য ১৩,০০০ ট্রেন চালাবে। এর মধ্যে রয়েছে ১০,০০০ অনিয়মিত ট্রেন ও ৩,০০০ স্পেশাল ট্রেন। এই ট্রেনগুলি কুম্ভ মেলার  আগে এবং পরে অতিরিক্ত ২-৩ দিন সহ ৫০ দিন ধরে চালানো হবে। প্রয়াগরাজের মহা কুম্ভ মেলায় প্রায় ৪০ কোটি মানুষের ভিড় হবে বলে আশা করা হচ্ছে। এই  ভিড় পরিচালনা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শশীকান্ত ত্রিপাঠি জানিয়েছেন, তীর্থযাত্রীদের মসৃণ ও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করতে একটি পরিকল্পনা তৈরি করেছে রেল। বিশৃঙ্খলা ও যানজট রোধে জনগণের চলাচল একমুখী রাখা হবে। বিভ্রান্তি ও যানজট এড়াতে যাত্রীদের নিজ নিজ প্ল্যাটফর্মে যাওয়ার আগে ‘যাত্রী-কেন্দ্রে’ নিয়ে যাওয়া হবে। পুন্যারথি ও দর্শনার্থীদের যোগাযোগ, যাতায়াত ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।

উল্লেখ্য প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে ১৩ই জানুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন