মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 28, 2025 11:54 AM

printer

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) স্পেস ডকিং পরীক্ষা (স্প্যাডেক্স) মিশনের অংশ হিসেবে রোলিং পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) স্পেস ডকিং পরীক্ষা (স্প্যাডেক্স) মিশনের অংশ হিসেবে রোলিং পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। বিষয়টি নিশ্চিত করে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন যে ইসরোকে বিভিন্ন পরিস্থিতিতে ডকিং প্রক্রিয়া পরিচালনা করতে হবেযার মধ্যে  বর্তমান মিশনের অংশ হিসেবে কয়েকটির চেষ্টা করা হবে।

 রোলিং” বা “রোটেটিং” পরীক্ষাটির মধ্যে রয়েছে কৃত্রিম উপগ্রহের চারপাশে পরিভ্রমণযা উপগ্রহের পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ যাচাই করতে সাহায্য করে। কীভাবে বিভিন্ন দিক থেকে একটি বস্তুকে চিহ্নিত করা স্থানে ডকিংয়ের জন্য নিয়ে আসা যায়, এই পরীক্ষাটি তা নিশ্চিত করবে। পাশাপাশি খাড়া অবস্থানে ডকিং করা সম্ভব কিনা তাও যাচাই করতে সহায়তা মিলবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন