ভারতীয় বায়ু সেনা আজ চেন্নাইয়ের মেরিনা সমুদ্রতটে বিশাল বিমান প্রদর্শনের আয়োজন করেছে।৯২ তম বার্ষিক বিমান বাহিনী দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এই প্রদর্শনীতে ৭২ টি যুদ্ধ বিমান এই বিমান কসরতে যোগ দেবে।রোমহর্ষক বিমান প্রদশনীতে তেজস,মিরাজ,সুখোই-30 এম কে আই,জাগুয়ার,পোসিডন এবং প্রচন্ড হেলিকপ্টার অংশ নেবে।প্রদর্শনী শুরু হবে বেলা ১১টায় চলবে প্রায় দু ঘন্টা।
Site Admin | October 6, 2024 3:05 PM