ভারতীয় বায়ুসেনা ওমানের মাসিরায়, সে দেশের রয়েল এয়ার ফোর্স এর সঙ্গে ইস্টার্ন ব্রিগেড সেভেন নামক সামরিক মহড়া সফলভাবে সম্পন্ন করেছে। এই মহড়ার মধ্যে ছিল এক সুসংহত প্রশিক্ষণ মিশন যেখানে ব্যবহার করা হয় ভারতীয় বিমানবাহিনীর MiG 29 এবং জাগুয়ার যুদ্ধবিমান। রয়েল এয়ারফোর্স অফ ওমানের F16 এবং হক। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই সামরিক মহড়ার সফল ভাবে সমাপ্ত হওয়ায় ভারত এবং ওমান যে আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তা তুলে ধরা সম্ভব হয়েছে। মন্ত্রক আরো বলেছে যে, দু পক্ষের বাহিনী যে বৈচিত্র্যময় পরিস্থিতিতে উদ্ভূত নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রস্তুতি আরো বাড়িয়ে যৌথভাবে মোকাবিলায় সক্ষম, তা দেখিয়ে দিয়েছে।
Site Admin | September 22, 2024 8:37 AM