মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 14, 2024 1:45 PM

printer

ভারতীয় গণতন্ত্রকে মতপ্রকাশ এবং আলোচনার মধ্যে কেন্দ্রীভূত করতে হবে বলে জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

ভারতীয় গণতন্ত্রকে মতপ্রকাশ এবং আলোচনার মধ্যে কেন্দ্রীভূত করতে হবে বলে জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নতুন দিল্লিতে ভারতীয় পোস্ট ও টেলিযোগাযোগ অ্যাকাউন্টসের‌ পঞ্চাশ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন উপরাষ্ট্রপতি। ‌তিনি বলেন, গণতন্ত্র সমৃদ্ধ হয় মূল্যবোধের ওপর। ‌আজ অর্থপূর্ণ আলোচনা ও যুক্তিগ্রাহ্য মত প্রকাশ কমতে থাকায় প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ উদ্ভূত হচ্ছে। আলোচনা ও মত প্রকাশের মধ্যে সমন্বয় সাধন হলে তা সফলতার চাবিকাঠি বলে তিনি উল্লেখ করেন। 
 
আত্মসমীক্ষার ওপর গুরুত্ব দিয়ে শ্রী ধনখড় বলেন, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সমীক্ষার বাইরে তাদের অবক্ষয় অনিবার্য। সরকারি আধিকারিকদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার বার্তা দিয়েছেন তিনি।
 
এই অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বিভাগের কাজকর্ম তুলে ধরেন। দেশের স্বপ্নকে বাস্তবে রূপদান করতে এই দপ্তর কাজ করছে বলে তিনি জানান। ‌কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত আগামী দিন গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন