ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামীকাল পর্যন্ত উত্তর প্রদেশের বিচ্ছিন্ন কয়েকটি স্থানে রাত এবং ভোরের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ রাত ও ভোরের দিকে ঘন কুয়াশার পরিস্থিতি থাকবে। রবিবার পর্যন্ত বিহার, ওড়িশা, অসম ও মেঘালয়েও একই পরিস্থিতি থাকতে পারে। আগামী তিন দিন উত্তর-পশ্চিম, পূর্ব, মধ্য ও পশ্চিম ভারতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল এবং মাহেতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে।