মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 15, 2024 5:05 PM

printer

ভারতীয় আবহাওয়া দপ্তর,IMD, উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে, পূর্ব উত্তর প্রদেশ এবং পূর্ব রাজস্থানে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর,IMD, উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে, পূর্ব উত্তর প্রদেশ এবং পূর্ব রাজস্থানে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হবে এই তিনটি রাজ্যের বিচ্ছিন্ন অঞ্চলে। হরিয়ানা এবং দিল্লিতেও আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারে বৃষ্টি হতে পারে।

     দিল্লিতে আজ সকালে বৃষ্টির জেরে ঘর্মাক্ত আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মেলে। রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে আইএমডি জানিয়েছে।

    অন্যদিকে দক্ষিণ গুজরাটে, বিশেষ করে সুরাট ,বাহরুচ এবং নর্মদা জেলায় আজ প্রবল বর্ষণের খবর পাওয়া গেছে। সুরাটের উমরপাড়ায় গত দু ঘন্টায় প্রায় ১০ ইঞ্চি বৃষ্টি হয়েছে বলে খবর। গারুদেশ্বর, তিলক ওয়াড়া ,নাতরাঙ্ এলাকাতেও সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে।আইএমডি আগামী তিনদিন ,দক্ষিণ গুজরাটের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারী এবং মধ্য ও উত্তর গুজরাটে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

            এদিকে, কেরলের মালাপ্পুরম, কান্নুর এবং কাসারগড় জেলায় আজ  ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।  এর্নাকুলাম, ত্রিশূর, পালাক্কাড়, কোড়িকোড় এবং ওয়ানাড় জেলায় জারি কমলা সতর্কতা । পার্বত্য ও উপকূল এলাকার বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মালাপ্পুরম, ত্রিশূর, কাসারগোড, এর্নাকুলাম, কান্নুর, ওয়েনাড় এবং কোড়িকোড় জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ ছুটি ঘোষণা করেছে সরকার।  আগামী ৫ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন