দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ আরও খানিকটা অগ্রসর হয়ে গুজরাট, রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখান্ড, হিমাচল প্রদেশ, বিহার, জম্মু-কাশ্মীর, গিলগিট – বালতিস্তান – লাদাখ, মুজাফফরাবাদ এর বেশিরভাগ অংশে, পাঞ্জাবে কিছু এলাকায় এবং উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে প্রবেশ করেছে। ক্রমে তা আরো এগিয়ে দেশের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে।
এদিকে, দিল্লি এবং সংলগ্ন বিভিন্ন এলাকায় আজ সকালের মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। প্রাক বর্ষার এই বৃষ্টির ফলে মানুষ গরম ও অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে খানিকটা স্বস্তি পেয়েছেন। নেমে এসেছে তাপমাত্রা।
ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তর ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে