ভারতীয় আবহাওয়া দপ্তর, আইএমডি, মধ্য ভারতের বেশ কিছু অঞ্চল ,উত্তর-পূর্ব ও পূর্ব ভারতে আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ,অরুণাচল প্রদেশ ,অসম এবং মেঘালয়ে ১২ ই জুলাই পর্যন্ত একই পরিস্থিতি বজায় থাকবে।
এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড, এবং উড়িষ্যায় আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বৃষ্টি হবে। উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশেও আগামী দুদিন প্রবল বর্ষণের সম্ভাবনা। গোয়া, কোঙ্কন ,গুজরাট ,মধ্য মহারাষ্ট্র এবং কর্নাটকের উপকূলীয় অঞ্চলে ১২ ই জুলাই পর্যন্ত একই পরিস্থিতি বজায় থাকবে।
অন্যদিকে, কেরালা ,লাক্ষাদ্বীপ, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা তেলেঙ্গানা ,কর্ণাটক, তামিলনাড়ু, এবং পুদুচেরিতে আগামী চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আইএমডি জানিয়েছে।