ভারত,মহিলাদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে।কুয়ালালামপুরে আজ ফাইনালে ভারত ৪১ রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। প্রথম বছরের এই প্রতিযোগীতায় ভারত বিজয়ী হলো।প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১১৭ রান সংগ্রহ করে। ত্রিশা গোঙ্গাদি ৫২ রান করেন। এরপর বাংলাদেশের ইনিংস ১৮ ওভার তিন বলে ৭৬ রানে থেমে যায়। আয়ুশী শুক্ল তিনটি, পারুনিকা সিসোদিয়া ও সোনম যাদব দুটি করে উইকেট নিয়েছেন। ত্রিশা ম্যাচের সেরা হয়েছেন।
Site Admin | December 22, 2024 9:22 PM